একাদশ শ্রেণিতে ভর্তি | ৩০ ঘন্টা পর সার্ভার জটিলতার সমাধান

দীর্ঘ ৩০ ঘণ্টার অপেক্ষার পর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার অনলাইন আবেদনে সার্ভার জটিলতা সমাধান হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে আবেদন শুরুর কথা থাকলেও লিঙ্গ নির্বাচনের জটিলতায় তা শুরু করা যায়নি।

সোমবার দুপুরের পর ভর্তিচ্ছুরা আবেদন করতে সক্ষম হন। করতোয়াকে একাধিক ভর্তিচ্ছু এ তথ্য নিশ্চিত করেছেন।

সার্ভার জটিলতার কারণ:

কেন্দ্রীয়ভাবে শিক্ষাবোর্ড অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রতিবছরের মতো এবারও বুয়েটের সিএসই বিভাগ এ কাজের ঠিকাদার।

ভর্তি প্রক্রিয়াকরণের সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষণ তাদের দায়িত্ব। ধারণা করা হচ্ছে, লিঙ্গ নির্বাচন মেনুতে ত্রুটির কারণে জটিলতা দেখা দিয়েছিল।

চলতি বছর এসএসসি পরীক্ষায় মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এক লাখ ৮২ হাজার ১৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দেশে মানসম্পন্ন ও ভালো কলেজের সংখ্যা দুই শতাধিক।

এসব কলেজে আসন আছে প্রায় এক লাখ। মেধাবী শিক্ষার্থীদের আগ্রহ থাকবে রাজধানীর দিকে। ঢাকায় মানসম্পন্ন কলেজের সংখ্যা ২৫ থেকে ৩০টি। এগুলোতে প্রতি বছর ভর্তিতে তীব্র প্রতিযোগিতা হয়।

সোমবার দুপুর সাড়ে তিনটায় ভর্তি আবেদনের সাইট সচল হয়। ভর্তিচ্ছুরা সরাসরি আবেদন করতে পারছেন। আবেদনের শেষ তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

একাদশ শ্রেণিতে ভর্তি যারা হতে চাও তাদের জন্য পরামর্শ:

দ্রুত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করো। সঠিক তথ্য দিয়ে আবেদন করো। প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে রাখো। কোন সমস্যা হলে সাহায্যের জন্য হেল্পলাইনে যোগাযোগ করো। কোনভাবেই নিজের একাডেমিক তথ্য কারও কাছে হস্তান্তর করো না।

একাদশ শ্রেণিতে ভর্তি হতে চাইলে এখানে ক্লিক করো

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের রেজাল্ট যেদিন জানা যাবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top