জীবন বদলে দেওয়ার মতো কিছু কথা

জীবন বদলে দেওয়ার মতো কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে। যে কথাগুলো আমাদের অন্তরে আলোড়ন সৃষ্টি করে, যে কথাগুলো কষ্ট দূর করে দেয় সেগুলোকেই বলা হয় জীবন বদলে দেওয়ার মতো কথা।

এখানে এমন সব কথা রয়েছে যেগুলো নিজের উপর প্রয়োগ করলে জীবনে পরিবর্তন আনা সম্ভব। তো আর কথা নয়, চলুন জেনে নিই সেই কথাগুলো।

জীবন তো তাকেও কাঁদাতে ছাড়ে না – যাকে হাসলে খুব সুন্দর লাগে!

যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে, সে চিরকাল বিপদ-আপদে পতিত হবে। (ইবনুল কাইয়্যিম রহ. আল ফাওয়াইদ: ৩৬)

অপমান জিনিসটা পলিথিনের মতো। মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পঁচে যায় না।

জীবনে কিছু দুঃখ কারও সাথে ভাগ করা যায় না। সেগুলো নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

সুখে আছে এমন মানুষ খুঁজতে গিয়ে দেখলাম, পৃথিবীতে বিবেকহীন মানুষগুলোই খুব সুখী।

সবকিছু শেষ হয়ে গেলেও কিছু মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না।

মানুষের মুখের ভাষা যতো খারাপ হয় তার ঈমান ততো কমে যায়। হাদীসে আছে, “মুমিন কখনো অতিরিক্ত বিদ্রুপকারী, অভিসম্পাতকারী ও কটুভাষী হয় না”।

জীবন্ত লাশগুলো ময়না তদন্ত করলে ফেঁসে যাবে হাজারও প্রিয়জন।

মানুষ আমাকে যতোই আঘাত করুক সমস্যা নেই; শুধু সৃষ্টিকর্তা যেন আমায় আকাশ সমান আঘাত সহ্য করার ক্ষমতা দেন।

খারাপ বলবো কাকে! আমি নিজেই তো কারও কাছে ভালো হতে পারলাম না।

ধৈর্যের রোদে পুড়তে পুড়তে ঠিকই একদিন সফলতার বৃষ্টিতে ভিজে যাবো ইনশাআল্লাহ।

রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে হৃদয়ে পুষে রাখলে দুরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক মজবুত হয়।

মুখ দেখে ভালোবাসলে কবেই তো ভুলে যেতাম! মায়ায় পড়ে ভালোবেসেছি তাই তো আজও ভুলতে পারিনি তোমায়।

বদলে গেলে তুমি আর কষ্ট পেলাম আমি। এমন তো হওয়ার কথা ছিলো না প্রিয়।

চিরকাল নরম থাকতে নেই। কখনো কখনো শক্ত লোহার মতোও হতে হয়। না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে।

পুরুষের জেদ আর নারীর অভিমান দুটোই যখন একই সময়ে হয় তখন এই দুর্বলতার সুযোগ নিয়ে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে।

অতৃপ্ত এই পৃথিবীতে যতো আয়োজন – অর্ধেক তার মিথ্যা মায়া আর অর্ধেক প্রয়োজন।

সমাজ কি বলবে এটা নিয়ে ভেবো না। কারন, সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে।

পকেটে টাকা না থাকার বয়সে সবচেয়ে দামী মানুষটারে পছন্দ হইলো। তাকে কেনার জন্য টাকা জমাইতে গিয়ে দেখি, সে-ই বিক্রি হয়ে গেলো!

এই দুনিয়ার সবাই বড় স্বার্থপর। নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায়।

পুরুষের রাগের পরিমাণ যতোই হোক – শেষমেশ নারীর ভালোবাসার কাছে হেরে যায়।

বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না।

কিছু মানুষের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা না থাকলেও একটা পশুর মধ্যে বিশ্বাস আর ভালোবাসাটা ঠিকই থাকে।

আমি হারিয়ে গেলে আমার গল্পটা পড়ে দেখিও। আমার পুরোটা জুড়ে শুধু তুমিই ছিলে।

এক জীবনের অল্প ক’টা দিনের সুখ – এখন আমার ভালো থাকাটাই কেঁড়ে নিয়েছে।

যে ঠকায় সে অন্য জায়গায় পরে ঠিকই ঠকে। যে কাঁদায় সে অন্য জায়গায় পরে ঠিকই কাঁদে। সবার বিচারই হয় শুধু সময়ের অপেক্ষা।

বোকা মেয়েরা তাদের স্বামীকে গোলাম বানিয়ে গোলামের স্ত্রী হয়ে থাকে। আর বুদ্ধিমতি মেয়েরা তাদের স্বামীকে রাজা বানিয়ে নিজে রানী হয়ে থাকে।

সৃষ্টির সবকিছুই সুন্দর। অসুন্দর তো কিছু কিছু মানুষের মন-মানসিকতা।

চোখের পানি ফেলে কখনো কারও আপন হওয়া যায় না। যে আপন সে কখনো কাঁদতে দেয় না।

কোথায় খুঁজবো আমি তাকে! সে তো আর হারিয়ে যায় নি। বদলে গিয়েছে অন্য কারও ভালোবাসায়।

মানুষ তোমাকে ভুলে যাবে এটাই স্বাভাবিক। অবহেলা বুঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, শুধু ব্যবহারটাই যথেষ্ট।

পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না। ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে।

যার ডাক পরেছে সে তো চলে যাবেই। আত্মহত্যা তো একটা নিষিদ্ধ উছিলা মাত্র।

তুমি ছাড়া আমার কারও প্রতি কোন ফিলিংস আসে না। কারন, আমি যে শুধু তোমাতেই আসক্ত।

যে ছেলে প্রেমিকার গল্প তার মায়ের কাছে বলতে পারে, সেই ছেলে অন্তত ছেড়ে যাবার জন্য ভালোবাসে না।

মনে রেখ, আল্লাহ খুশি মানেই তুমি জীবনে সফল।

আমার দুঃখের সময় তুমিও আমায় দুঃখ দিলে! যেখানে আমি তোমাকে আমার সুখ মনে করতাম।

দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যা মানুষ নিজে ছাড়া আর অন্য কেউ শোনে না।

ছেড়ে যাওয়া মানুষগুলো কখনোই বুঝবে না যে, তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতোটা ভারী হয়!

মায়া লাগিয়ে ছেড়ে যাওয়া মানুষগুলো দেখতে খুব নিষ্পাপ ও মায়াবী হয়।

আমি ঠকিনি কারন আমি ভালোবাসতে পেরেছিলাম। ঠকেছে সে যে আমার ভালোবাসা বুঝতে পারেনি।

কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অন্যদের সাথে শেয়ার করবেন আশা করছি। আর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

আরও পড়ুন: মা নিয়ে অসাধারন একটি ভিডিও | প্রবাসীরা অবশ্যই দেখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top