ফেসবুক থেকে নেয়া কিছু গুরুত্বপূর্ণ ও বাস্তব কথা

ফেসবুক খুব গুরুত্বপূর্ণ একটি সোশ্যাল মিডিয়া সাইট। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন এটা ব্যবহার করে। মানুষ তার মনের ভাব এখানে প্রকাশ করে। ভালো-মন্দ সবকিছুই এখানে পাওয়া যায়। আজ ফেসবুক থেকে এমন কিছু কথা শেয়ার করা হবে যা আপনার ভালো লাগাকে আরও বাড়িয়ে দেবে। তো চলুন শুরু করি।

১. তুমি যাকে দুনিয়া ভাবো সে তোমাকে এলাকাও ভাবে না।

২. নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান, আর অন্যজনের কাছে এক দুই লাইনের গল্প মাত্র!

৩. ব্যর্থতার পরই সফলতা সুতরাং ধৈর্য ধরো, কাজ করো আর অপেক্ষা করে যাও।

৪. বদলে গেল পুলিশের লোগো, নৌকা বাদ দিয়ে আল্লাহু।

৫. মানুষের চোখে খারাপ হওয়ার জন্য খারাপ কাজ করার দরকার নেই। শুধু উচিত কথা বললেই খারাপ হয়ে যাবেন।

৬. মনে রেখো, কর্মফল খুব ভয়ানক জিনিস। আজ যা করছো কাল তাই তুমি ফেরৎ পাবে।

৭. টাকা লোভী মহিলা আর দেহ লোভী পুরুষ কোনদিনও সুখি হতে পারে না।

৮. একাকীত্ব কষ্ট দেয়। তবে একাকীত্বই সত্যের মুখোমুখি দাঁড় করায়, বাস্তবতা চেনায়।

৯. মানুষ শরীরে আঘাত পেলে যতো না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে।

১০. কখনো এমন হয়েছে কি! রাতে শুয়ে শুয়ে নিজের জীবনের কথা ভাবতে গিয়ে দুচোখে জল গড়িয়ে পড়েছে।

১১. পৃথিবীতে কতো সুন্দর সুন্দর মুখ। কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ তা চেনা বড়ই মুশকিল।

১২. বেঈমানকে গালি না দিয়ে ধন্যবাদ দিন। কারন, তার কারণেই আপনি মানুষ চিনতে শিখেছেন।

১৩. রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করেন। কারন, প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়।

১৪. মায়া থাকলে বিড়াল মারা গেলেও পাহাড় সমান কষ্ট লাগে কিন্তু মায়া না থাকলে মানুষ মারা গেলেও গাঁয়ে লাগে না।

১৫. মুখের উপর মানুষ কতো কিছুই বলে দেয়। আর আমি জবাব দিতে গেলে ভাবি থাক – মানুষটা কষ্ট পাবে।

১৬. মেনে নিলে তুমি ভালো আর না মানলে তুমি খারাপ। ‍মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব।

১৭. নিজের কষ্টগুলো চেপে সারাদিন সবার সাথে হেসে বেড়াই। কিন্তু রাত হলেই নিজের একাকিত্বের কাছে হেরে যাই। চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই।

১৮. মন বলেছিলো “বিশ্বাস করাটা ঠিক হবে না।” নিজের মনের কথাটা শোনা উচিত ছিলো।

১৯. মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন।

২০. কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর শিক্ষাতেই মানুষের জীবন বদলে যায়।

আশা করি, কথাগুলো আপনাদের ভালো লেগেছে। এরকম আরও কথা পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। প্রয়োজনে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।

আরও পড়ুন: এক অস্থির জেনারেশন তৈরী করছি আমরা

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top