মোটিভেশনাল কথা | তোমার ব্যথিত অন্তরে শান্তির পরশ আসবে

মোটিভেশনাল কথা যদি মনের মতো হয় তাহলে মন আর যায় কোথায়! যে অবস্থায়ই থাকুক না কেন মন, দেখবেন মন ভালো যাবে।

মোটিভেশনাল কথাগুলোতে মূলত কোন না কোন বার্তা থাকে। এই বার্তাগুলো হরহামেশাই আমাদের হৃদয়ে থাকে না। কথাগুলো শুনলে পরে জাগ্রত হয়।

আজ তেমনই কিছু মোটিভেশনাল কথা শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি, প্রত্যেকটি কথাই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক!

ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন।

নিজেকে বলুন – এটা আপনার নিয়তি, এখানেই থাকতে হবে। এখানেই বাঁচতে হবে।

সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে আল্লাহর জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন।

পুরুষ সফল হতে চায় মা-বাবার জন্য। কখনো সফল হতে চায় প্রিয়তমা’কে পাওয়ার জন্য। আবার কখনো খেটে মরে স্ত্রী-সন্তানের জন্য।

যখন বাঁচতে চায় তখন আর সময় থাকে না। পুরুষ বাঁচে অন্যের জন্য – এটাই বাস্তবতা।

যে ভালোবাসে সে অভিশাপ দেয় না কিন্তু ‘রুহের হায়’ বলে একটা কথা আছে। Revenge of Nature বলতে একটা ব্যাপার আছে।

প্রকৃতি ব্যালেন্স মেইনটেইন করে। কারও পাওনা প্রকৃতি কখনো বাকি রাখে না। আপনি যা করবেন, আপনার সাথেও তাই ঘটবে। পরিস্থিতি মাঝে মাঝে খুব নিষ্ঠুরভাবে ৩৬০ ডিগ্রী কোণে ঘুরে যায়!

অতিরিক্ত ভালোবাসা বেশিদিন স্থায়ী হয় না। কারণ, তাঁতে প্রত্যাশা বেশি থাকে, আর তাই অবহেলা বা কমতি সহ্য হয় না।

কোন অন্যায় দেখলেও যদি আপনি নিরপেক্ষ থাকেন তার মানে আপনি অত্যাচারীর দলে।

সবসময় নিজেকে খুব একা ভাবি। কারন, আমি জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি। পরে পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা।

তোমার প্রয়োজন ঠিকই ফুরাইলো কিন্তু আমার ভালোবাসা আর ফুরাইলো না!

চাওয়াগুলো বড়ই অদ্ভুত! পাওয়ার আগেই হারিয়ে যায়।

কষ্টের মূল্য আমি জানি না! কারন, আজ পর্যন্ত ওটা আমায় কিনতে হয়নি। এমনিতেই সবাই দিয়ে গেছে।

কি ভালোবাসা দিলা গো আল্লাহ! পাগলী ঘুমায় অন্যের খাটে – আর পাগল ঘুমায় রাস্তা-ঘাটে।

যারা থাকতে বোঝে না, তারা দূরে গেলেও খোঁজে না।

হে আল্লাহ! তুমি আমার ধৈর্য্য বাড়িয়ে দাও। কারন, আমার পরিস্থিতি তুমি ছাড়া আর কেউ জানে না।

সুযোগ নষ্ট করো না। যতোটুকু পারো দুঃখ দিয়ে ফেলো। আমি না থাকলে আর কাকে দুঃখ দিবে!

অবহেলার মাত্রা বেড়ে গেলেই বুঝবেন – সেই মানুষটি আর আপনার নাই, তার জীবনে নতুন মানুষ এসেছে।

সুতো ছিড়ে গেলে ঘুড়ির পেছনে দৌড়াতে নেই। কারন, উড়তে দেখার মাঝেও একটা আনন্দ থাকে।

বাহিরটা হাসলেও ভিতরটা ক্ষয় – বুঝলে প্রিয়, গুছিয়ে গল্প বলা যায় – অনুভূতি নয়।

আমি হাসতে হাসতে তাকেও হারিয়েছি – যাকে একদিন কাঁদতে কাঁদতে চেয়েছিলাম।

সময় যাকে শিক্ষা দেয় তার কোন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট লাগে না।

একদিন ক্ষমা লিখে উধাও হয়ে যাবো। কেউ বুঝবে না ক্ষমা চেয়ে গেলাম নাকি ক্ষমা করে গেলাম।

সাদা কাপড়ে জড়িয়ে গেলে তখন আর ভালোবাসার মানুষের অভাব হয় না।

মানুষ তুমিও চিনবে – কেবল একবার জীবনে খারাপ সময় আসতে দাও।

ভালো দিনের খোঁজে জীবন শেষ হয়ে যায়। তারপর একসময় জানা যায়, যে দিনগুলো পার হয়ে গেছে সেগুলোই ভালো দিন ছিল।

জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো বেশ বড়।

একটি বাঘ রক্তের গন্ধে যতোটা হিংস্র হয় একজন মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়েও বেশি হিংস্র হয়ে যায়।

ভালোবাসা আমাদের মনে থাকে না – শুধু ভুলগুলোই আমাদের মনে থাকে।

ভালোবাসা আসলে জ্যোৎস্নার মতো। সবার জানালা দিয়ে ভেতরে আসে না।

মানুষ অল্প ভুলেই ছেড়ে চলে যায় অথচ আমাদের রব শত ভুলের পরেও ক্ষমা করে দেয়।

উপকার করলে পিঠে ছাল থাকে না। অর্জুন গাছ তার সবচেয়ে বড় প্রমাণ।

তাকে সঙ্গী করো না – যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়।

জীবনের কাছে আমার প্রচুর অভিযোগ, তবে তোমারে নিয়ে নয় – নিজেকে নিয়ে। ক্যান নিজেরে একটু সামলাইতে পারলাম না!

পৃথিবীতে সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটা…যে চাইলে ১ মিনিটের মধ্যে মন ভালো করে দিতে পারে।

তুমি কোথায় পাবে এমন মানুষ! যে তোমারে পাওয়ার জন্য দু’হাত তুলে সৃষ্টিকর্তার কাছে কেঁদেছে।

আসলে তোমার কোন দোষ নেই। আল্লাহ বানাইছে আমারে বোকা। কোনটা অভিনয় আর কোনটা বাস্তব তা বুঝবারই পারি নাই।

মোটিভেশনাল কথা সব ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই প্রত্যাশায় আজকের মতো এখানেই ইতি টানলাম।

আরও পড়ুন: মা নিয়ে অসাধারন একটি ভিডিও | প্রবাসীরা অবশ্যই দেখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top