বরগুনার পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামে লিজা আক্তার (১৮) নামে এক মুসলিম মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরিত করে হিন্দু বানিয়ে বিয়ে করে নেপাল চন্দ্র শীল ২৫ বছর বয়সী এক হিন্দু যুবক। গ্রামে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী ওই মেয়ে জানান, ঢাকার গাজীপুর এলাকায় বাসা ভাড়া করে থাকেন তিনি। সেখানে হাসি ( হাসি হলো ধর্ষক নেপালের বোন) নামের এক মেয়ের সাথে পরিচয় গড়ে উঠে। হাসি নানা ভাবে ফুঁসলিয়ে ৮ মে পাথরঘাটায় তাদের বাড়িতে বেড়াতে নিয়ে আসে।
এরপর হাসি, তার মা রাঁধা রানি ও নেপাল বিভিন্ন রকম ভয়ভীতি ও মারধর করে ১০ মে বেলা ২টার দিকে পাথরঘাটা কেন্দ্রীয় মন্দিরে নিয়ে পুরোহিতের মাধ্যমে জোর করে মৌখিকভাবে হিন্দু বানিয়ে নেপালের সাথে বিয়ে সম্পন্ন করে।
পরে তাদের বাড়িতে নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হাতে শাঁখা ও মাথায় সিঁদুর পরিয়ে মেয়েটিকে কয়েক দফা ধর্ষণ করে নেপাল। বর্তমানে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।