চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজল তার পদ ফিরে পেয়েছেন। চেম্বার জজ আদালত সোমবার (২৭ মে) এক আদেশে ডিপজলের পক্ষে রায় দেন।
চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এর ফলে ডিপজলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে কোন বাধা আর নেই।
গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ডিপজল সাধারণ সম্পাদক পদে জয়ী হন। পরাজিত প্রার্থী নিপুণ আক্তার ১৫ মে আদালতে রিট করেন।
রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তদন্ত, নতুন নির্বাচন এবং মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞার দাবি জানান নিপুণ। ডিপজল ২৬ মে চেম্বার আদালতে আবেদন করে তার পদ ফিরিয়ে চান।
চেম্বার জজ ডিপজলের পক্ষে রায় দেন। রায়ে বলা হয়, নিপুণের রিট আবেদনের যথেষ্ট ভিত্তি নেই। ডিপজল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বলে আদালত নিশ্চিত করে।
মনোয়ার হোসেন ডিপজল আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন। মিশা সওদাগর সভাপতি ও ডিপজল সাধারণ সম্পাদক হিসেবে নতুন কমিটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করতে পারবে।