মা হলো আমাদের সবচেয়ে আপনজন। আমরা যেখানেই যাই, যেখানেই থাকি – মায়ের কথা কখনো ভুলতে পারি না। এক্ষেত্রে প্রবাসীরা অনেক কষ্টে থাকে।
কারন, তারা তাদের মায়ের সাথে শুধু একটু কথা বলতে পারে বা ভিডিও কলে দেখতে পারে। বাস্তবে কখনোই দেখতে পারে না দেশে না এসে।
প্রবাসীদের কষ্টের কথা বিবেচনা করে এই ভিডিওটি তৈরী করা হয়েছে। মনোযোগ সহকারে দেখুন, আপনার চোখে অবশ্যই জল পড়বে।
মাগো…………………….ওমা…………………….মা…………………
তুমি কোথায়……….!
দূর প্রবাসে তোমাকে রেখে আমি ভালো নেই মা। সবসময় শুধু তোমার কথাই মনে পড়ে। এক মূহুর্তের জন্যও তোমায় ভুলতে পারি না মা…।
যেদিন আমি প্রবাসে চলে আসলাম, সেদিন তুমি কতোই না কেঁদেছিলে মা…। তোমার মতো করে আর কেউ কাঁদেনি। তুমি তো আমাকে আসতেও দিতে চাওনি। তোমার মতো করে আমায় আর কেউ থামতে বলেনি মা…।
মাগো…..প্রবাসে আমি ভালো নেই। মোবাইল ফোনে তোমায় দেখে মন ভরে না মা। কাজ শেষে বাসায় ফিরে আমি একদম একা হয়ে যাই। এখানে আমার অপেক্ষায় আর কেউ থাকে না মা…।
মাগো….প্রবাস জীবন অনেক কষ্টের জীবন। সবাইকে ছেড়ে থাকতে হয় মা। কিন্তু আমি তো তোমাকে ছেড়ে কোনদিন প্রবাসে থাকতে চাইনি। তবুও এ প্রবাস আমার কপালে জুটলো মা…।
মাগো…এখানে অসুখ হলে কেউ খোঁজ নেয় না। নিজের যত্ন নিজেকেই করতে হয় মা। তোমার কাছে যখন থাকতাম, অসুখ হলে তুমি তো তোমার খাওয়া-দাওয়া আর ঘুম হারাম করে ফেলতে মা আমায় সুস্থ্যতার জন্য।
মাগো…এখানে যা খাইতে পারিনা সেটাও আমায় খেতে হয় মা। তোমার মতো করে আর কেউ রান্না করে দেয় না। মা জানো…তোমার ছেলেটা এখন রান্নাও করতে পারে।
জানো মা…মন চায় তোমায় আমি আমার কাছে নিয়ে আসি। কিন্তু পারি না মা। সে ক্ষমতা যে আমার হয়নি। তোমায় ছাড়া এতোটা কষ্ট আমি পাবো আগে জানলে, তোমায় ছেড়ে আসতাম না মা।
সেই ছোট্ট বেলা থেকে তুমি আমার সব আবদার পূরণ করতে মা। কিন্তু আবদার পূরণের জন্য তুমি এক মূহুর্তের জন্যও আমায় ছেড়ে যাওনি। আর আজ, আমার স্বপ্ন পূরণের জন্য তোমায় ছেড়ে কতো দূরে চলে এসেছি মা। তোমার এই সন্তানটা খুব নিষ্ঠুর, তাই না মা…।
মাগো….কোন বিষয়ে যখন খুব কষ্ট পাই, তখন আর কাউকে বলতে পারি না। রাতে বালিশে মুখ লুকিয়ে শুধু কাঁদি। বিশ্বাস করো মা, তুমি তো আমায় দেখলেই বলে ফেলতে – আমি ভালো আছি কিনা। আর এখন আমার দুঃখ দেখেও কেউ বুঝতে চায় না মা…।
আমি জানি মা, আমায় ছাড়া তুমিও খুব কষ্টে আছো। হয়ত আমার কথা মনে হলেই মুখ লুকিয়ে তুমি কাঁদো। তোমার খোকার জন্য তুমিও অনেক কষ্ট পাও। কিন্তু কিছুই যে করার নাই মা…।
তোমার মনে আছে মা…ছোট বেলায় আমায় তুমি কবিতা শোনাতে। আমিও আজ তোমায় দুই লাইন কবিতা শোনাবো মা…
দূর প্রবাসে তোমায় ছাড়া অসহায় বড় আমি…
একা করে আমায় ছেড়ে যেওনা কোথাও তুমি।
মাগো, তোমার জন্য হাজারো কথা এই বুকের ভেতরে জমে আছে। আমার কষ্টগুলোর অনুভূতি তুমি ছাড়া আর কেউ বুঝবে না মা।
আমি দূর প্রবাস থেকে তোমায় সামান্য টাকা পাঠাতে পারি শুধু, কিন্তু কোন যত্ন নিতে পারি না। তুমি আমায় ক্ষমা করে দিও মা।
মা, আমার জন্য দোয়া করিও। আমি যেন আবার তোমার কাছে ফিরে আসতে পারি। তোমার বুকে যেন আমার মাথা রাখতে পারি। তুমি ভালো থেকো মা। আর আমায় ফোন দিলে এতো বেশি কেঁদো না। আমি সহ্য করতে পারি না।
আবারও বলছি, তুমি ভালো থেকো। তোমার খোকার জন্য চিন্তা করো না। তোমার খোকা তোমার কাছেই ফিরে আসবে, অপেক্ষায় থাকো আমার প্রিয় মা…।