রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে আরিফুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফুলের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ বলছে, অপরাধী যেই হোক না কেন, দ্রুতই আইনের আওতায় আনা হবে।
ভাটারা থানার উপপরিদর্শক মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৭ মে বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের ওই বাসা ভাড়া নেন আরিফুল। তিনি বিবাহিত বলে জানিয়েছিলেন।
মরদেহ উদ্ধারের পর তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মনির হোসেন।
আরও পড়ুন: দক্ষিণখানে নির্মাণাধীন ভবন ধসে ১০ বছর বয়সী মেয়ের মৃত্যু, বাবা আহত