আমরা যারা মুসলিম তারা সবসময় সব কিছু আল্লাহর কাছেই চাই। আর সেটা চাওয়ার মাধ্যম হলো দোয়া। সত্যিকার অর্থে, দোয়া ব্যতীত কোন কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না।
আর এই কথাটা বলেছেন আমাদের সবার প্রিয় শেষ নবী হযরত মুহাম্মাদ (সাঃ)। এরকম অনেকগুলো কথা এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি, প্রতিটি কথা আপনাদের হৃদয় ছুয়ে যাবে। তো চলুন জেনে নিই কথাগুলো:
দোয়া ব্যতীত কোন কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। (হযরত মুহাম্মাদ সাঃ)
মানুষ আমাকে যতোই আঘাত করুক সমস্যা নেই। শুধু সৃষ্টিকর্তা যেন আমায় আকাশ সমান আঘাত সহ্য করার ক্ষমতা দেন!
খারাপ বলবো কাকে! আমি নিজেই তো কারও কাছে ভালো হতে পারলাম না।
ধৈর্যের রোদে পুড়তে পুড়তে ঠিকই একদিন সফলতার বৃষ্টিতে ভিজে যাবেন ইনশাআল্লাহ।
আমার আল্লাহ চেয়েছেন বলেই হয়তো আমি এতো কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনি সবই আমায় দেবেন ইনশাআল্লাহ।
কেবল ফিলিস্তিন-ই পৃথিবীর একটি মাত্র রাষ্ট্র যাদের রোজা আছে, ইফতার নেই; তারাবী আছে সাহরী নেই। ইয়া রব, তাদের জন্য কুদরতি রিজিক দান করুন। (আমিন)
পরিস্থিতি মানুষকে এমন কিছু শিখিয়ে যায় যা মানুষ কখনো শিখতে চায় না।
ক্যান্সারে আক্রান্ত যুবকের শেষ কথা ছিল – “যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোন বিষয়ে অভিযোগ করো না”।
প্রয়োজন ছাড়াও যারা আমারে স্মরণে রাখে শুধু তারাই আমার জীবনে থাকুক।
যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই। পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাটা বিছিয়ে দেবে।
আল্লাহর কাছে জানতে চাইলাম, “আমাকে অশান্ত নদীতে কেন ফেললে?” আল্লাহর উত্তর – “কারন, তোমার শত্রুরা সাঁতার জানে না”।
ধৈর্য কি জানেন, কলিজা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রক্তক্ষরণ হওয়ার পরেও আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে কষ্টের বিনিময়ে ভালো কিছুর প্রত্যাশা করা।
কোটি টাকার বাড়ি-গাড়ির চেয়ে একটা নেক বিবি অনেক দামি। রাসুল (সাঃ) বলেছেন – “দুনিয়ার সব কিছুই একেকটা সম্পদ। তন্মধ্যে সর্বোত্তম সম্পদ হলো নেক স্ত্রী”।
মাটি দিয়ে বানানো মানুষগুলো কাগজ দিয়ে বানানো টাকার কাছে হেরে যায়।
হৃদয় কাপানো তিনটি বাক্য: ১. ইরাকের এক শিশু মারা যাওয়ার পূর্বে বলেছিল – আংকেল, আমার ভিডিও করবেন না। আমার হিজাব নেই। ২. এক সিরীয় শিশু মারা যাওয়ার সময় বলেছে – আল্লাহর কাছে সব বলে দেব বলে অসম্ভব অভিমানে মরে গিয়েছিল। এবং ৩. আরেক সিরীয় শিশু মারা যাওয়ার পূর্বে বলেছিল – মরে যাওয়াই ভালো। কেননা, বেহেশতে তো না খেয়ে মরতে হবে না।
টাকায় ভরা হাতের চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক দামি।
একজন ধৈর্যশীল বিনয়ী স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট পুরুষটিকেও বদলে দিয়ে সাফল্যের শীর্ষে পৌছে দিতে পারে। আবার, কোন ভয়ংকর মস্তিষ্কের স্ত্রী, সাফল্যের শীর্ষে থাকা ব্যক্তিকেও ধ্বংস করে দিতে পারে। নারীরা এক বিষ্ময়কর ক্ষমতার অধিকারী হয়ে জন্মায়।
অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ – এই দুইটাই ভয়ংকর চরিত্র।
এই অনিশ্চিত জীবনে একমাত্র নিশ্চিত বিষয় হলো মৃত্যু।
সুরা ইউসুফ থেকে সবচেয়ে দুঃখজনক শিক্ষা হলো এই যে, আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ সবসময় আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে না।
কিয়ামতের তিনটি বড় আলামত হলো: ১. সমস্ত পৃথিবীতে একসাথে তিনবার ভূমিকম্প অনুভূত হবে। ২. তিন দিনের সমান একটি রাত হবে এবং তারপর সকাল হবে। এবং ৩. সকাল বেলা হঠাৎ সূর্য পশ্চিম দিকে উঠবে এবং কুরআনের পাতায় কোন লিখা থাকবে না, সাদা হয়ে যাবে।
মহানবী সাঃ বলেছেন, স্বামীর কোন খারাপ ব্যবহাররের কারনে স্ত্রীর চোখে যদি পানি আসে তাহলে সেই পানির হিসাব আল্লাহ নিজে নিবেন।
মানুষের সামনে দু’মুখো হয়ো না। মানুষের সামনে দেখাচ্ছো – তুমি আল্লাহকে ভালোবাসো আর তারাও তোমার কথা শুনে তোমার প্রশংসা করছে। অথচ, বাস্তবে তোমার অন্তরে উল্টো চিত্র ভাসছে।
মিথ্যার বাহিনী হয় বিশাল। কারন, তার পিছনে থাকে কিছু মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা।
সারাদিন হাসি-খুশি থাকা মানুষগুলো রাতের কাছে এসে হেরে যায়।
মস্তবড় ডিগ্রী নিয়েও যদি ব্যবহারে নম্রতা না থাকে আর আচরণে কেউ কষ্ট পায় তাহলে আপনি প্রকৃত শিক্ষিত হতে পারেন নি।
জীবনে একটা কথা মনে রেখ, ভালো কিছু পেতে হলে তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে।
যার মন যতোটা সুন্দর, তার ভাগ্য ততোটাই খারাপ। কারন, সুন্দর জিনিসের উপরেই মানুষ আঘাত হানতে ভালোবাসে।
কেন জানি না, নিজের ভাগ্যের প্রতি আমার আকাশ পরিমাণ অভিযোগ!
দায়িত্ব জিনিসটা বড়িই অদ্ভুত। যে পালন করে সে সবসময়ই দোষী হয়। আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়।
শখের মানুষগুলোই আমাদের বুঝিয়ে দেয় যে, জীবনে শখ রাখতে নেই।
নিজে খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু কারও খারাপ হোক তা কখনো চাইনি।
প্রয়োজনে খুন করে দিও – তবুও মন ভেঙে দিও না। মন ভাঙার কষ্ট যে মৃত্যুর চেয়েও অনেক ভয়ংকর।
তারা আমারে ফানুশের মতো উড়তে দেখলো কিন্তু পুড়তে দেখলো না কেউ!
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবসময় সুস্থ ও সুন্দর থাকুন – এই কামনা রইলো।
আরও পড়ুন: মোটিভেশনাল কথা | তোমার ব্যথিত অন্তরে শান্তির পরশ আসবে