রাজনৈতিক কারনে হোক, কোন আন্দোলনের কারনে হোক, বা অন্য কোন কারনে হোক পুলিশ ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে টিয়ার শেল মারতেই পারে। এই টিয়ার শেল বেশ ক্ষতিকর। টিয়ারশেল থেকে নিজেকে রক্ষা করার স্বার্থে নিম্নোক্ত উপায় অবলম্বন করতে পারেন।
১. কাপড় কোন লেমনেড বা লেবু পানিতে চুবিয়ে নিবেন। সেই কাপড় দিয়ে নিজের নাক জড়িয়ে নিবেন। প্রয়োজনে সাথে গামছা রাখবেন।
২. উপরের পদ্ধতি যদি সম্ভব না হয় তবে নিজের সাথে ক্লোজআপের প্যাকেট রাখবেন। ক্লোজআপের পেস্ট কপালে এবং চোখের নিচে লাগাবেন। চোখে যেন না লাগে সেদিকটায় নজর রাখবেন। ক্লোজআপ না পেলে সেন্ট্রাল ফ্রেশের মেন্থল ব্যবহার করবেন।
৩. আশেপাশে আগুন জ্বালানোর জিনিসপত্র রাখবেন। টিয়ারশেল মারলে আগুন জ্বালাবেন এবং আগুনের কাছে এসে শ্বাস নিবেন।
৪. স্যালাইন পানি দিয়ে মুখ ধুবেন। চোখে স্যালাইন পানি দিবেন। নরমাল পানি দিবেন না।
৫. যারা বিড়ি খান তারা টিয়ার শেল মারলেই বিড়ি ধরাবেন। বিড়িও আপনাকে সাময়িক রিলিফ দিবে।
উপরের পদ্ধতির যেকোন একটির মাধ্যমে যদি অন্তত ১০ মিনিট টিকে থাকতে পারেন তাহলে টিয়ার শেল আর কোন কাজে আসবে না। তবে ঝুঁকি নিয়ে টিয়ার শেল প্রতিহত করতে যাবেন না। নিজেকে যতোটা সম্ভব নিরাপদ দূরত্বে সরিয়ে রাখবেন।
আরও পড়ুন: ভালো থাকার মানে বলতে আমরা কি বুঝি