কালো যাদু এক প্রকার যাদু যা মানুষের জীবনকে বিপন্ন করতে পারে। সাধারনত কালো যাদু করা হলে কোন ডাক্তারের ঔষধে কাজ হয় না। কোন পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যা ধরা যায় না। তাই কালো যাদু হতে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। আজ আমরা কালো যাদুর লক্ষণসমুহ সম্পর্কে জানবো। তো চলুন শুরু করি।
কালো যাদুর লক্ষণসমুহ:
কালো যাদুর অসংখ্য লক্ষণ রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কিছু লক্ষণ হলো: অকারণে হঠাৎ স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হওয়া, একে অন্যকে সহ্য করতে না পারা, একজন অপরজনকে দেখলে মেজাজ খারাপ হওয়া, কোন কারন ছাড়া শারিরীক মিলন করতে ব্যর্থ হওয়া, মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব।
সন্দেহ প্রবণ এবং হিংস্র ভাবাপন্ন হওয়া, স্বপ্নে ভয়ংকর প্রাণী যেমন- কুকুর, সাপ ইত্যাদি ধাওয়া করতে দেখা, হালকা ঘুমের মধ্যে ভয়ংকর কিছু দেখা, স্বপ্নে শারীরিকভাবে হেনস্তার শিকার হওয়া।
স্বপ্নে খাওয়া-দাওয়া করা, নিকট-আত্মীয়দের সাথে ঘোরাফেরা করা, কারও প্রতি হঠাৎ ভালোবাসা বা ঘৃণা তৈরী হওয়া, জটিল কোন রোগে দীর্ঘদিন ভুগতে থাকা স্বত্বেও কোন রোগ ধরা না পড়া। অকারনে পরিবারে ঝামেলা লেগে থাকা, খুব অল্প সময়ে ব্যক্তিত্বের ব্যাপক পরিবর্তন ঘটা, অদ্ভুত আচরণ প্রকাশ পাওয়া, ব্যাক পেইন হওয়া, বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মানসিক অশান্তিতে থাকা, প্রায় সময় মাথা ব্যথা, পেট ব্যথা থাকা এবং কোন ঔষধে কাজ না হওয়া।
তাই পরিশেষে বলবো, উপরোক্ত লক্ষণসমুহ যদি আপনার পরিবারের কারও মধ্যে প্রকাশ পায় তাহলে অনতিবিলম্বে কোন ভালো কবিরাজের কাছে নিয়ে যেতে পারেন কিংবা কোন মাওলানার কাছে নিয়ে যেতে পারেন। এছাড়াও যদি দেখেন সহজ কোন রোগ সারছে না, পরীক্ষা-নিরীক্ষায় কোন সমস্যা ধরা পড়ছে না, হঠাৎ লোকটার মধ্যে অনেক পরিবর্তন তাহলে দেরি না করে কবিরাজী লাইনে চিকিৎসা নিন। আশা করা যায়, আল্লাহ সহায় থাকলে মানুষটি সুস্থ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন এবং কালো যাদু হতে সাবধানে থাকবেন।
আরও পড়ুন: ইসলাম থেকে মানুষ যেভাবে দূরে সরে যাচ্ছে