সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশত্যাগে কোন নিষেধাজ্ঞা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বেনজীর আহমেদকে ৬ জুন দুদকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হলেও তিনি দেশে নেই বলে খবর পাওয়া গেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেনজীর আহমেদ যদি দেশে না থাকেন তবে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হবে কিনা তা দেখার বিষয়।
বিএনপি অভিযোগ করেছে যে বেনজীর-আজিজ এই সরকারের সৃষ্টি। পররাষ্ট্রমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, সরকার স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে এবং দুদক স্বাধীনভাবে কাজ করছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এন্টিগা ও নিউইয়র্ক সফর পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেছেন, তার (বেনজীর আহমেদ) দেশত্যাগে তো কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কোর্টও দেয়নি, দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যেকোনো জায়গায় যেতেই পারেন।
বেনজীর আহমেদ ৬ জুন দুদকে হাজির হবেন কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন।
বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেছেন, সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে। সরকারের কোনো হাত নেই বিধায় দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে, যার কারণে বিষয়গুলো উঠে এসেছে।
উল্লেখ্য যে, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। দুদক তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। বেনজীর আহমেদ দেশে নেই বলে খবর পাওয়া গেছে।
আরো উল্লেখ্য যে, বেনজীর আহমেদ একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা, যিনি বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বেনজীর আহমেদ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।