ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি ঝিনাইদহ-৪ আসনের এমপি আজিমকে খুনের ঘটনায় জিহাদ হাওলাদার (২৪) নামে একজনকে সম্প্রতি গ্রেফতার করেছে।
আনন্দবাজার অনলাইন থেকে জানা যায়, তদন্তকারী সুত্র জানিয়েছে যে, জিহাদ হাওলাদার একজন বাংলাদেশী যে মূলত একজন অনুপ্রবেশকারী।
বাংলাদেশের খুলনা জেলার দীঘলিয়া থানায় তার বাড়ি। জিহাদের বাবার নাম হলো জয়নাল হাওলাদার। ভারতের মুম্বাই শহরে সে বসবাস করত। একটি মাংসের দোকানে সে কসাইয়ের কাজ করত।
জানা যায়, এই নৃশংস হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান। তিনি কলকাতায় যাওয়ার দুই মাস আগেই জিহাদকে ভারতে নিয়ে যাওয়া হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছে যে, আখতারুজ্জামানের নির্দেশে তিনিসহ চারজন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেন।
আরও জানা যায়, এমপিকে হত্যার পর তার শরীর থেকে মাংস ও হাড় আলাদা করে ফেলা হয়। পরিচয় নষ্ট করার জন্য এমপির মাংস কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয়।
শরীরের সমস্ত হাড়কে ছোট ছোট টুকরা করা হয়। পরে ওই ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে এনে নানা ধরণের পরিবহণ ব্যবহার করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেয়া হয়। এভাবেই মূলত এমপি আজিমকে খুন করা হয়।