সাকিব আল হাসান বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে গুঞ্জনের শিকার হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। গত মাসে ছাত্র ও জনতার আন্দোলন নিয়ে তিনি কোন মন্তব্য করেননি। এতে তিনি তার ভক্তদের রোষানলে পড়েছেন। অনেকেই বলছেন যে, সাকিবের মত একজন মানুষের চুপ থাকা উচিত হয়নি।
বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের (আওয়ামী লীগ) সংসদ কয়েকদিন আগে বিলুপ্ত হয়েছে। তিনি সেই সংসদের একজন সংসদ সদস্য ছিলেন। তবে বর্তমানে তিনি যে কারনে আবারও সমালোচনায় তা আসলেই একেবারে ভিন্ন একটি বিষয়।
গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ক্লিপ ছড়িয়ে পড়ে। সেই ক্লিপগুলোতে দেখা গিয়েছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে। সারা রাত ধরে এটা নিয়ে চলে নানা আলোচনা ও সমালোচনা। অন্যদিকে টিকটক প্লাটফর্মে এক নারী দাবি করেন যে, সাকিব ঢাকার বিশেষ কোন হোটেলে নারীদের নিয়ে প্রায়ই সময় কাটায়। এই ভিডিও দেখার পর জনমনে আরও সমালোচনার সৃষ্টি হয়।
এই ঘটনা ঘটার কিছু সময় পরে দেখা যায় সাকিবের স্ত্রী উম্মে শিশিরের ফেইসবুক প্রোফাইলের সব ছবি উধাও। ইন্সটাগ্রামের মতো প্লাটফর্মেও ওই দুজন একে অপরকে আনফলো করছেন। আর এতে করেই বেশিরভাগ মানুষ মনে করে যে, সাকিবের সঙ্গে উম্মে শিশিরের হয়তো বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। তবে সকালবেলা সাকিবের স্ত্রী ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন।
তিনি তার স্ট্যাটাস এর মাধ্যমে সাকিবের পক্ষেই আছেন এমনটা বুঝিয়েছেন। বিভিন্ন পারিবারিক ছবি তিনি এই স্ট্যাটাসের সাথে সংযুক্ত করেছেন। শিশির লেখেন, “আপনার হয়তো তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করবো না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারন স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।”
নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে শিশির আরও বলেন, “আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম, সে এখনও একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে। যারাই এমন করছেন, তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না।”
শিশির আরও বলেন, “আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেব। আমরা সবসময়ই টিম হয়েছিলাম, আর তেমনই থাকবো ইনশাআল্লাহ।”
ছবি মুছে দেয়ার কারণ ব্যাখ্যায় শিশির বলেন, “আমি আমার কোন পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাইভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।”
আরও পড়ুন: ভালো থাকার জন্য সংসারে স্ত্রীর ভূমিকা