বেশ্যা কি শুধু দেহ বিক্রিকারীকেই বলে? কখনোই না। পেটের দায়ে যারা এই পথে আসে তাদের বেশ্যা না বলাই শ্রেয়। কারও দুর্বলতার সুযোগ নিয়ে তাকে খারাপ কোন উপাধি দেয়া মোটেও উচিত নয়। বিপথে যেসব মেয়েরা যায় তাদের জীবন পর্যালোচনা করলে দেখবেন যে, তারা কোন বিশেষ কারন ছাড়া এই পথে আসে নাই। আজ আমরা সামাজিক ধারণা আর বাস্তবতার সাথে এই বেশ্যাবৃত্তির তুলনা করবো। কেউ এই সুত্রে পড়ে গেলে আমার করার কিছুই নেই। তাই নিজেকে বেশ্যাবৃত্তি থেকে যতো তাড়াতাড়ি ফিরিয়ে আনবেন ততোই আপনার জন্য মঙ্গল। তো চলুন জেনে নিই, কারা কোন ক্যাটেগরীর বেশ্যা।
অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা। যারা এভাবে ধনী হয়েছে তাদের বেশ্যা বলাই শ্রেয়। কারন, তাদের সৎ উপায়ে উপার্জন করার হাজারটা কারন থাকলেও তারা বিপথে গিয়েছে।
কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ? চলুন জেনে নিই।
অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বেশ্যা।
অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে চাকুরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে আসামীকে জামিন দেয় সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও বেশ্যা।
তবে যার বেচার মত অবশিষ্ট আর কিছু থাকেনা সেই নারী শুধু দেহ বেচে।
কার কাছে বেচে তার নাম কি? আপনারাই এবার বলুন। তো এবার কাজী নজরুল ইসলামের একটি কবিতা পড়ে নিই।
বেশ্যা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
এখানে বিদ্রোহী কবির এই কথাগুলোর সাথে আরেকটি কথা যোগ করতে চাই সেটা হচ্ছে সমাজে যারা ঘরে সতী সাবিত্রী লক্ষ্মী একটা বউ পেয়েও অথবা ভালো একজন স্বামী পেয়েও অন্য কোন পুরুষ বা মহিলার সাথে সম্পর্ক করছে তারাও আমার চোখে একপ্রকার বেশ্যা।
সাধুর নগরে বেশ্যা মরেছে
পাপের হয়েছে শেষ,
বেশ্যার লাশ হবে না দাফন
এইটা সাধুর দেশ।
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোষ,
দাফন কাফন হবে না এখন
সবে করে ফোস ফোস।
বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,
দিনের বেলায় ভুরু কোচ কাও?
মরিলে দেওনা পানি।
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,
মুখোশ তোদের খুলবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,
দিনের আলোতে চিননা তাহারে?
তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,
সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায়, হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে হয় মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।
আরও পড়ুন: স্ত্রীকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট | জেনে নিন কি সেটা