ভারতের বিহার ও ঝাড়খণ্ডে সৃষ্ট বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশে একদিনেই প্রবাহিত হবে প্রায় ১১ লাখ কিউসেক পানি।
নদী ও জলাশয় নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার ঘটনা আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী এবং মানিকগঞ্জসহ আশেপাশের জেলার অনেক এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যার কারণে পানির প্রবল চাপ তৈরি হয়েছে। যদিও স্বস্তির বিষয় হলো, এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নেমে আসেনি। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার ৭৭.৩৪ মিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাধ্য হয়ে সব গেট খুলে দিতে হয়েছে এবং ফিডার ক্যানেলে পানির পরিমাণও বাড়ানো হয়েছে।
ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় সতর্ক রয়েছে এবং প্রতিটি মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির প্রবল চাপের কারণে ১০৯টি গেটই খুলে দিতে হয়েছে, নাহলে ব্যারেজের উপর বড় ধরনের ক্ষতির ঝুঁকি ছিল। আপাতত, ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক এবং ডাউনস্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।