অভিনেত্রী আজমেরী হক বাঁধন শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি শুধু রাজপথে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষার্থীদের দাবি নিয়ে সরব থেকেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাঁধন থামেননি; তিনি এখনও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলে যাচ্ছেন।
সম্প্রতি বাঁধন জানিয়েছেন, ছাত্রদের আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে এসব হুমকিতে তিনি ভীত নন, বরং আরও দৃঢ়ভাবে তার অবস্থান বজায় রেখেছেন।
এবার তিনি নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। ‘শেকল ভাঙার পদযাত্রা‘ নামে এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য সকল নারীকে আহ্বান করেছেন বাঁধন। এই পদযাত্রা শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দিকে অগ্রসর হবে।
তথ্য অনুযায়ী, ‘শেকল ভাঙার পদযাত্রা’য় দেশের সকল নারী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৩টি দাবি উপস্থাপন করবেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বিগত সরকারের আমলে ঘটে যাওয়া নিপীড়ন, নির্যাতন ও ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করা এবং দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করা।
এই পদযাত্রার মাধ্যমে নারীরা তাদের অধিকারের জন্য আওয়াজ তুলবেন এবং দেশের ন্যায়বিচারের পথে এক নতুন অধ্যায়ের সূচনা করবেন।
আরও পড়ুন: বেবী নাজনীন দেশে ফিরছেন: সংগীত ও রাজনীতির মধ্যে নতুন অধ্যায়