সেরা উক্তি | মনোযোগ সহকারে পড়ো – কিছু শিখতে পারবে

সেরা উক্তি কাকে বলে জানেন? সেরা উক্তি হলো সেই উক্তি সমষ্টি যা আমাদের জীবনের সুখ-দুঃখের সাথে জড়িত। আমরা যে কথাগুলো থেকে অভিজ্ঞতা পরখ করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি।

এই ভিডিওতে আজ তেমনই কিছু সেরা উক্তি তুলে ধরা হয়েছে। আপনি একাকী সময়ে মনোযোগ সহকারে পড়ুন, আশা করি মনের মধ্যে থাকা কষ্টগুলো কমে যাবে, হৃদয়টা ভারী থেকে পাতলা হয়ে যাবে। তো শুরু করি।

যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়। তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না তুমি।

যে ভুল স্বীকার করে সে কোনদিন ছোট হয় না। বরং সবক্ষেত্রে তার সম্মান আরও বেড়ে যায়।

কোন মানুষের তুমি যতোই উপকার করো না কেন, পরবর্তীতে তুমি সামান্য ভুল করে বসলেই সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না তারা।

জীবনে এমন বন্ধু বানাও তারা যেন আয়না ও ছায়ার মতো হয়। কারন, আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না।

স্বপ্ন কারও সাথে বিশ্বাসঘাতকতা করে না। বিশ্বাসঘাতকতা করে তো স্বপ্ন দেখা মানুষগুলো।

কাউকে ভালোবাসার ইচ্ছেটা তখনই মরে যায় যখন প্রথমবার ভালোবেসে কেউ কারও কাছে ঠকে যায়।

বিবেক হলো পৃথিবীর সেরা আদালত। একজন বিবেকবান মানুষ শিক্ষিত না হলেও যে কারও বিচার করার ক্ষমতা রাখে।

মানুষের সত্যিকারের চেহারাটা তখনই দেখা যায়- যখন প্রয়োজন ফুরিয়ে যায়।

পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি। আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি।

পৃথিবীর কোন মেয়েই ৬টি গাড়ির মালিক কে ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না। তাই জিমে না গিয়ে কাজে যাও।

গুরুত্ব না থাকলে একই ছাদের নীচেও দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচেও কাছের মনে হয়।

কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে। তারা হয়তো জানে না, ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না।

মানুষ ভালো হোক আর খারাপ হোক, মিশলে অন্তত অভিজ্ঞতা অর্জন করা যায়।

জীবনের বেশিরভাগ ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয় – তবেই ভালো থাকা যায়।

বুকের ভেতরটা সবার জন্য কাঁদে না। যার জন্য কাঁদে সে তো খোঁজই নেয় না।

ভালো থাকতে গেলে ইনগোর করা শিখতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়।

যে ব্যক্তি আপনার অনুপস্থিতির কারন খুঁজে না, আপনার অনুপস্থিতির কারন না জেনেই তা অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দিন। জীবনে এমন ব্যক্তি আপনার কাজে আসবে না।

গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্কও বেশিদিন টেকসই হয় না।

জীবনে যা চান তা হয়তো একদিন অবশ্যই পাবেন। এর জন্য আপনাকে সৎ থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে।

ষড়যন্ত্র করে কেউ কখনো সফল হয়নি, তবে ধ্বংস হয়েছে। অন্যদিকে, কাউকে ছোট করে কেউ বড় হতে পারেনি তবে ঘৃণিত হয়েছে।

মায়া আর মুগ্ধতা মাকড়শার জালের মতো, একবার এতে জড়িয়ে গেলে বের হয়ে আসাটা খুবই কঠিন।

পৃথিবীতে সুন্দর মানুষের চেয়ে সুন্দর মনের বড়ই প্রয়োজন। সুন্দর ‍মুখ দেখে কিছুদিন তৃপ্ত হতে পারবেন কিন্তু সুন্দর মন আপনায় সারাজীবন ভালো রাখবে।

মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জটাও করা উচিত। নয়তো সবাই তোমার মৌনতাকে দূর্বল ভেবে নেবে।

হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে ১২ ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারাজীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না।

মানুষ চিনতে না পারলে লজ্জা পাবার কিছু নাই। কারন, অমানুষগুলো দেখতেও ঠিক মানুষের মতোই।

যদি তুমি ভুল পথে হাঁটো তবে তোমায় বার বার হোঁচট খেতে হবে, ঠিক তেমনি ভুল মানুষের সাথে মিশলে তোমায় বার বার ঠকতে হবে।

যখন দেখবে কোন কারন ছাড়াই তোমার শত্রু বাড়ছে তখন বুঝে নিও তুমি হয়তো একজন সফল মানুষ হয়েছো।

টাকা পয়সা সামলে রাখা খুব সহজ কাজ হলেও মান সম্মান বজায় রাখা খুব সহজ কাজ নয়।

যদি কেউ তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করার কিছু নাই। কারন, এই পৃথিবীতে তুমি সবার কাছে ভালো হতে পারবে না।

কথাগুলো কেমন লাগলো? আশা করছি, অনেক ভালো লেগেছে। ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে। সেখানে এরকম অনেক ভিডিও আছে যা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে।

আরও পড়ুন: মনীষীদের বানী | মন ভালো করার মতো কিছু কথা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top